ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড বিএনপির জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:-
আগামী ১৬ ও ১৮ জুলাই দলীয় কর্মসূচিতে সকল স্তরের নেতৃবৃন্দের উপস্থিতি কামনা করেছেন নগর বিএনপির সদস্য ও সাবেক ইপিজেড বিএনপির সভাপতি ও কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল।
গতকাল সোমবার বিকেলে জরুরী প্রস্তুতি সভায় দু'দিনের এই কর্মসূচি ঘোষণা করেন ।
১৬জুলাই বুধবার বিকেলে (সাড়ে ৪টায়) বাদে আছর আলী শাহ জামে মসজিদে শহীদ ওয়াসিম, আবু সাঈদ ও মুগ্ধ স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এবং ১৮ জুলাই শুক্রবার বিকেলে সাড়ে তিন টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারুণ্যের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও বিএনপি কে নিয়ে মিথ্যাচার সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজনের উদ্যোগ নিয়েছে ইপিজেড থানা ও ৩৯ ওয়ার্ড বিএনপি।
উক্ত কর্মসূচি বাস্তবায়নে গতকাল সোমবার বিকেলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য ও সাবেক থানা বিএনপির সভাপতি ও কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সহ-সভাপতি মোঃ শরীফ, সাবেক সাংগঠনিক সম্পাদক -মোঃ আলমগীর, নূর উদ্দিন মুন্না, মিজানুর রহমান পারুল, রিয়াজ উদ্দিন, নওশাদ হোসেন, মোঃ আইয়ুব খান, সুমন রহমান, যুবদল নেতা মোঃ হুসনী মোবারক রিয়াদ,এ জে এম সোহেল, ইকবাল হোসেন হোসেন, মোঃ ইউসুফ সুমন, সাইফুল ইসলাম, সাহেদ আলী, রনি ছাত্রদলের আকিব জাভেদ, রুপি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ আগামী দিনের সকল কর্মসূচিতে উপস্থিত থেকে জাতীয়তাবাদী দলের শক্তি কে জাগ্রত করতে দৃঢ়প্রতিজ্ঞ ব্যক্ত করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫