আইনজীবী সাইফুল হত্যা: আটক ৩০ জন

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার ঘটনায় যৌথ বাহিনী ৩০ জনকে আটক করেছে।
বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ।
তিনি জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় দুটি মামলা প্রক্রিয়াধীন। যাচাই শেষে সংশ্লিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।
এদিকে, আইনজীবী হত্যাকাণ্ডের পর নগরীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং পুলিশের যৌথ দল নগরীর চেরাগী পাহাড় মোড়, আন্দরকিল্লা ও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে চট্টগ্রামের আদালতে তোলা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
আদালতে নেওয়ার পথে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা প্রিজন ভ্যান আটকে রাখার চেষ্টা করে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দিয়ে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নেওয়ার সময় আইনজীবীদের সঙ্গে তার অনুসারীদের সংঘর্ষ হয়। এতে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী প্রাণ হারান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫