কুড়িগ্রামে মুজিবের ৩টি ম্যুরাল ভাঙচুর করলো বৈষম্য বিরোধী ছাত্ররা
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় শেখ মুজিবুর রহমানের ৩টি ম্যুরাল ভেঙে ফেলেছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলের দিকে কুড়িগ্রাম জেলা পরিষদ চত্বরে ও উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল এস্কেভেটর দিয়ে ভেঙে ফেলা হয়।
পরে জেলা শহরের ত্রিমোহনী এলাকায় তিনটি রাস্তার মাঝে স্থাপন করা বঙ্গবন্ধুর ম্যুরালটি এস্কেভেটর দিয়ে ভেঙে ফেলেন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।
গতকাল থেকে ধানমন্ডির বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের পর বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রামে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করে স্থানীয় বিক্ষুদ্ধ ছাত্র জনতা। এর আগেও শেখ হাসিনার পতনের পর ম্যুরালগুলো ভাঙচুরের চেষ্টা করেছিল বিক্ষুদ্ধ ছাত্র জনতা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫