|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:৩৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ অক্টোবর ২০২৪ ০৩:১৫ অপরাহ্ণ

ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ: সিনিয়র সচিবের দাবি, ইটস অ্যা ফেইক নিউজ


ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ: সিনিয়র সচিবের দাবি, ইটস অ্যা ফেইক নিউজ


ঢাকা প্রেস-

বার্তাকক্ষ-

 

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর), একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত একটি চাঞ্চল্যকর সংবাদে দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলের পর জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। 'আমার 5C হলেই চলবে, স্যার 10C রাখব' শিরোনামে প্রকাশিত এ সংবাদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযমের নাম উল্লেখ করা হয়েছে। সংবাদে দাবি করা হয়েছে, ডিসি নিয়োগে আর্থিক লেনদেনের বিষয়ে তাদের মধ্যে হোয়াটসঅ্যাপে কথোপকথন হয়েছে।

এই গুরুতর অভিযোগের জবাবে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোখলেস উর রহমান দাবি করেছেন, "ইটস অ্যা ফেইক নিউজ। এই অভিযোগের মূল্য নেই।" তিনি আরও বলেন, "আমার মোবাইল হলো স্যামসাং, ওই প্রত্রিকায় যেটা দেখানো হয়েছে সেটা হলো আইফোন। আইফোন কি আমি ব্যবহার করি? আমি ব্যবহার করি স্যামসাং। উনারা কে কী দেখালো উনাদেরকে জিজ্ঞাসা করেন। আমি এটার কিছুই জানি না।"

নিজেকে মধ্যবিত্ত পরিবারের মানুষ উল্লেখ করে মোখলেস উর রহমান বলেন, "সরকার আমাকে যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আমার আগের যে নাম্বার সেটাই ব্যবহার করি।"

খবরের সত্যতার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, "আপনারা স্ট্যান্ডবাজি নিউজ করতে চাইলে এসব প্রশ্ন করতে পারেন। যারা আমাকে চেনেন, তারা জানেন আমি কেমন। ভালোকে ভালো, খারাপকে খারাপ বলবোই। এই প্রশ্ন করার আগে নিজেদের প্রশ্ন করেন, কতদূর যৌক্তিক হচ্ছে আমাকে প্রশ্ন করা।"

এই সংবাদের বিষয়ে ব্যবস্থা নিতে ইতোমধ্যে তিনি তিনটি পদক্ষেপ নিয়েছেন বলে দাবি করেন। তিনি জানান, ওয়েবসাইট থেকে খবরটি সরিয়ে ফেলা, পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে এবং প্রেস কাউন্সিলসহ অন্যান্য সংস্থাগুলোর কাছেও বিষয়টি তুলে ধরা হয়েছে।

মোখলেস উর রহমান বলেন, "যারা এ সংবাদ করেছে, তাদের আমরা কতটুকু গুরুত্ব দিবো? একটা রাস্তার লোক অনেক কথা বলেতে পারে, আমি তার পেছনে দৌঁড়াবো? আমরা সরকারের পজিশনে থেকে জনগনের জন্য কাজ করি।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫