|
প্রিন্টের সময়কালঃ ০৬ মার্চ ২০২৫ ০৯:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ মার্চ ২০২৫ ০১:৩৮ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র থেকে নথিপত্রহীন বাংলাদেশিদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত


যুক্তরাষ্ট্র থেকে নথিপত্রহীন বাংলাদেশিদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত


অনলাইন ডেস্ক:-

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত নীতির আওতায়, বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রও অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। এ সংক্রান্ত একটি বার্তা ওয়াশিংটন থেকে ঢাকাকে জানানো হয়েছে। বাংলাদেশও নিজ দেশের নাগরিকদের ফেরত নিতে সম্মত হয়েছে।
 

এ বিষয়ে গতকাল বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ তার নাগরিকদের ফেরত নিতে প্রস্তুত। তবে ফেরত পাঠানোর প্রক্রিয়া যেন মানবিক ও সম্মানজনক হয়, সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে, ভারতীয়দের মতো হাত-পায়ে শিকল পরিয়ে ফেরত না পাঠানোর বিষয়ে বাংলাদেশ কঠোর অবস্থান জানিয়েছে। যুক্তরাষ্ট্রও নিশ্চিত করেছে যে, বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫