জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক’ ঘোষণা করে হাইকোর্টে রায়
গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার সংক্রান্ত জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে হাইকোর্ট ‘ঐতিহাসিক রিপোর্ট’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়টি প্রকাশ করা হয়।
গত বছর আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন সময়ের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনের গুরুত্ব স্বীকৃতি দিয়ে হাইকোর্ট এটিকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা করেছিল। এই রিটের শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ। হাইকোর্ট বেঞ্চের প্যানেলে ছিলেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিবেদনের ‘জুলাই বিপ্লব-২০২৪’ শিরোনামে গেজেট প্রকাশ করা হবে। এছাড়া জাতীয় আর্কাইভ, সরকারি পাবলিক লাইব্রেরি ও অন্যান্য সংরক্ষণাগারে সংরক্ষণ, সরকারি ওয়েবসাইটে প্রকাশ এবং জনগণ, গবেষক ও আইনগত প্রয়োজনে সহজলভ্য করার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫