উত্তরাতে হত্যা মামলার আসামি ওয়াসিম গ্রেফতার

ঢাকা প্রেস,তরিক শিবলী:-
আগস্টের ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি ওয়াসিমকে সেনাবাহিনী কর্তৃক গ্রেফতার করা হয় । গোপন সংবাদের ভিত্তিতে ১৭ আগস্ট ২০২৪ তারিখে উত্তরা আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল আড়াই ঘন্টা ব্যাপী একটি অভিযান পরিচালনা করে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে।
মোঃ ওয়াসিম (৩৫) ৪৭ নং ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি, তিনি বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যার ও হত্যার উদ্দেশ্যে উত্তরায় হামলাকারীদের একজন । বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের রজুকৃত মামলার আসামিদের তালিকায় তার নাম রয়েছে। এছাড়া বিগত সময়ে রাজনৈতিক দলের ছত্রছায়ায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিল । তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, যা চলমান রয়েছে।
প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ (১৮ অক্টোবর ২০২৪) দক্ষিনখান থানায় সেনাবাহিনী কর্তৃক হস্তান্তর করা হয় ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫