বৃষ্টিতে মোবাইল ভিজে গেলে করনীয়

বৃষ্টিতে অনেকের ফোন ভিজে বন্ধ হয়ে যায়। তখন বাঁধে ভয়াবহ বিপত্তি। অনেক জরুরি ফোনের ভেতর পানি ঢুকে মাদারবোর্ড নষ্ট হয়ে গেলেই বিপদ। সেটি ঠিক করাতে গেলে প্রচুর টাকা খরচ করতে হয়। বিষয়টি মোটেও আপনার পছন্দসই হওয়ার কথা নয়। তবে বৃষ্টিতে হাতের মোবাইল ভিজে গেলে যা করবেন:
*তাৎক্ষনিকভাবে সেটটি বন্ধ করে দিন, সিমকার্ড ও ব্যাটারি খুলে ফেলুন, প্রয়োজনে কেসিংও খুলে ফেলুন এবং শুকনো কোনো কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিন।
*ডিসপ্লে মনিটর, সার্কিট ব্যাটারি, কি প্যাড, কেসিং ফ্যানের বাতাসে খুব ভালোভাবে শুকিয়ে ফেলুন।
*অনেক সময় প্রিয় সেটটি বৃষ্টির মধ্যে রাস্তার পানিতে হাত ফসকে পড়ে যেতে পারে। তাই পড়ে গেলেও যেন সেটটি নিরাপদ থাকে এজন্য পছন্দমতো প্লাস্টিকের কোনো কভার ব্যবহার করুন।
*তবে বৃষ্টির দিনে বাইরে বেরোনোর সময় সেটটি ওয়াটারপ্রুফ ব্যাগ কিংবা কাগজের ভেতরে নিয়ে বের হওয়াই বুদ্ধিমানের কাজ।
*ভিজে যাওয়ার ঝুঁকি থাকলে বৃষ্টির সময় ছবি তুলতে বা ফোনে কথা বলার জন্য মোবাইল ফোন বের করবেন না।
*ভেজা ফোনটি সম্ভব হলে চালের পাত্রে কিছুক্ষণ রেখে দিন, পানি টেনে নেবে।
*তারপরও সেটে কোনো সমস্যা দেখা দিলে নির্দিষ্ট সার্ভিস সেন্টারে নিয়ে দেখান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫