সীতাকুণ্ডে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর ব্যাপক গণসংযোগ
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রাম-৪ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ও বারৈয়াঢালা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে তিনি মুরাদপুর ইউনিয়নে গণসংযোগ শুরু করেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলে দুপুর দেড়টা পর্যন্ত। পরে দুপুর ২টা থেকে তিনি বারৈয়াঢালা ইউনিয়নে গণসংযোগ কার্যক্রমে অংশ নেন।
মুরাদপুর ইউনিয়নের গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী মো. সুজা উদ্দিন, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান হিরু, সদস্য সচিব গিয়াসুল মাহমুদ চৌধুরী তসলিম, মুক্তিযোদ্ধা মহরম আলী, আলতাফ হোসেন নিজামী, কেন্দ্রীয় যুবদল নেতা ফেরদৌস আহমেদ মুন্না, জাসাস নেতা জসিম উদ্দিন মানিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
এছাড়া বারৈয়াঢালা ইউনিয়নের গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. কমল কদর, জয়নাল আবেদীন দুলাল, অহিদুল ইসলাম চৌধুরী শরীফ, আবু জাফর ভূইয়া, মোহাম্মদ ইসমাইল, জসিম উদ্দিন মেম্বার, শামসুল আলম মেম্বার, সালাউদ্দিন সালেক, আব্দুল মান্নান, মো. নোমান, মো. নয়ন ও আব্দুস সালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগকালে আসলাম চৌধুরী বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সকলকে সঙ্গে নিয়ে সীতাকুণ্ডকে একটি উন্নত ও সমৃদ্ধ জনপদে পরিণত করা হবে। তিনি বলেন, হানাহানি ও দলীয় বিভেদ পরিহার করে এলাকার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি দেশ ও জনগণের স্বার্থবিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬