|
প্রিন্টের সময়কালঃ ০১ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ ডিসেম্বর ২০২৫ ০৭:১২ অপরাহ্ণ

চকবাজারে আগুন নিয়ন্ত্রণে


চকবাজারে আগুন নিয়ন্ত্রণে


রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় অবস্থিত একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
 

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
 

এর আগে বিকেলের দিকে ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে।
 

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫