|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:২০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ নভেম্বর ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ণ

ইসলামি মহাসম্মেলন: সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাগম


ইসলামি মহাসম্মেলন: সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাগম


ঢাকা প্রেস নিউজ
 

সোহরাওয়ার্দী উদ্যানে আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ভোর থেকেই বিপুলসংখ্যক মানুষ এখানে জড়ো হতে শুরু করেছেন।

 

দেশের বিভিন্ন কওমি মাদরাসাভিত্তিক আলেমরা এই সম্মেলনের আয়োজন করেছেন। তাদের দাবি, তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে ইজতেমা পরিচালনায় যে বিরোধ চলছে, তা সমাধানের লক্ষ্যে এই সম্মেলন।

 

সম্মেলনে দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফাজত বিষয়ক আলোচনা হবে।

 

দেশের সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও সাধারণ মানুষকে এই সম্মেলনে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে। আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা খলিল আহমাদ কাসেমী হাটহাজারীসহ দেশের অনেক প্রভাবশালী আলেম এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।

 

তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে ইজতেমা পরিচালনায় দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একটি পক্ষ প্রথম পর্বে ইজতেমা করার দাবি জানালে, অন্য পক্ষ তা প্রত্যাখ্যান করে। এই বিরোধের জেরেই কওমি মাদরাসাভিত্তিক আলেমরা এই সম্মেলনের আয়োজন করেছেন।
 

২০১৯ সাল থেকে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবার দ্বিতীয় পর্বে ইজতেমা করেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫