|
প্রিন্টের সময়কালঃ ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৮:১৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫১ অপরাহ্ণ

ছাত্রদলের আবেদনে চাকসুর মনোনয়ন জমার সময় বৃদ্ধি


ছাত্রদলের আবেদনে চাকসুর মনোনয়ন জমার সময় বৃদ্ধি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:-


 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদের মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময়সীমা বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের লিখিত আবেদনের পর বুধবার দুপুরে জরুরি বৈঠকে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করে।
 

নতুন সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ চলবে আজ বিকেল ৫টা পর্যন্ত, এবং জমাদানের সময়সীমা বৃদ্ধি পেয়ে আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
 

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সময়সীমা বাড়ানোর জন্য লিখিত আবেদন জমা দেয়। শাখা ছাত্রদলের সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান বলেন, “আইওয়াস মিটিং করে সমাধান হবে না। আমাদের কিছু প্রার্থী এখনও ক্যাম্পাসে আসতে পারেনি। তাদের বঞ্চিত করা হলে সেটি স্বৈরাচার আমলের মতো হবে। আমরা চাই না, বিশ্ববিদ্যালয় প্রশাসন একপক্ষের এজেন্ডা বাস্তবায়ন করুক।”
 

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানান, “একটি সংগঠন ও কয়েকজন শিক্ষার্থীর আবেদনের পর জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনোনয়নপত্র বিতরণ আজ বিকেল ৫টা পর্যন্ত চলবে এবং জমাদানের শেষ সময় আগামীকাল বিকেল ৫টা।”
 

চাকসুর মূল তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছিল ১৪ সেপ্টেম্বর, যা মূলত ১৬ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ছিল ১৭ সেপ্টেম্বর, যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল ৩টা, এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৫ সেপ্টেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫