|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ আগu ২০২৪ ০৫:৫৮ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের গুরুত্বপূর্ণ ঘোষণা: বেআইনি তারল্য সহায়তা বন্ধ


বাংলাদেশ ব্যাংকের গভর্নরের গুরুত্বপূর্ণ ঘোষণা: বেআইনি তারল্য সহায়তা বন্ধ


ঢাকা প্রেস নিউজ


শরীয়াহ ব্যাংকসহ কোনো ব্যাংকেই আর বেআইনিভাবে তারল্য সহায়তা দেবে না বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

 

গভর্নর বলেন, "আমানতকারীরা এস আলমের মতো ব্যাংক থেকে টাকা তুললে সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। কে কোথায় টাকা রাখবে সেই অধিকার আমানতকারীর। তবে যেসব ব্যক্তি অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।"
 

দুর্বল ব্যাংকের বিষয়ে: গভর্নর জানান, দুর্বল ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন। তবে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। কারণ, প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে অনেক কর্মসংস্থানের বিষয় জড়িত।
 

১০০০ টাকার নোট: গভর্নর নিশ্চিত করেছেন যে, ১০০০ টাকার নোট বাতিলের কোনো পরিকল্পনা নেই।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫