ঢাকা প্রেস নিউজ
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীরা দুই সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন। একই সঙ্গে আগামী ২৪ নভেম্বর শাহবাগে একটি সমাবেশ আয়োজনের ঘোষণাও দিয়েছেন তারা।
রোববার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা দাবি করেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে বয়সসীমা ৩৫ বছর করার প্রজ্ঞাপন জারি করতে হবে।
দীর্ঘ ১২ বছর ধরে চাকরিপ্রত্যাশীরা সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। এর পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার বয়সসীমা বাড়ানোর বিষয়ে একটি সুপারিশ কমিটি গঠন করে। কমিটি সাত কর্মদিবসের মধ্যে ছেলেদের জন্য ৩৫ এবং মেয়েদের জন্য ৩৭ বছর বয়সসীমার প্রস্তাব পাঠায় উপদেষ্টা কমিটির কাছে।
পরবর্তীতে, ২৪ অক্টোবর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ এবং বিসিএসে সর্বোচ্চ তিনবার অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। তবে ৩১ অক্টোবর সিদ্ধান্ত সংশোধন করে বিসিএসে অংশগ্রহণের সুযোগ চারবার পর্যন্ত বাড়ানো হয়, যদিও বয়সসীমা ৩২ বছরই বহাল রাখা হয়।
আন্দোলনকারীরা এই পরিবর্তনকে একটি প্রহসন বলে অভিহিত করেছেন। তাদের বক্তব্য, "যেহেতু সরকার বিসিএস পরীক্ষার ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করেছে, তাই আমাদের বিশ্বাস, বয়সসীমার বিষয়েও সংশোধন এনে ৩২ থেকে ৩৫ বছর করার সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।"
উল্লেখ্য, গত ৫ নভেম্বরও একই দাবিতে আন্দোলনকারীরা সরকারকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছিলেন। তখন দাবি না মানলে জেলা থেকে রাজধানী পর্যন্ত লংমার্চ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়।