চর রাজিবপুরে বিএনপির ৩১ দফার প্রচারণায় লিফলেট বিতরণ
মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম):-
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমানের নেতৃত্বে দলীয় নেতারা ওয়ার্ড, গ্রাম ও পাড়া-মহল্লায় লিফলেট বিতরণের পাশাপাশি ধানের শীষে ভোট প্রার্থনা করছেন।
অধ্যাপক মোখলেছুর রহমান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা উপজেলায় ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ ও প্রচারণা কার্যক্রম চালানো হচ্ছে। তিনি বলেন, “প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গিয়ে আমরা জনগণের কাছে বিএনপির ৩১ দফা তুলে ধরছি এবং ধানের শীষে ভোট চাইছি।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান (অব. আর্মি), আহবায়ক সদস্য আলমাছ হোসেন, ফরিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির আহবায়ক আজিজুর রহমান মাস্টার, সদস্য সচিব রুহুল আমিন, ইউনিয়ন যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব আতাউর রহমান, যুগ্ম আহবায়ক ফারুকুল ইসলাম মাস্টার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম রুবেল, আহবায়ক সদস্য আমজাদ হোসেন ও মোখলেছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা প্রমুখ।
প্রচারণার অংশ হিসেবে মোহনগঞ্জ পুরাতন ও নতুন বাজারের বিভিন্ন গলি ও এলাকায় নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগ পরিচালনা করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫