বন্দরের ৩৮ নং ওয়ার্ড এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশর রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ( চট্টগ্রাম):-
বন্দরের ৩৮ নং ওয়ার্ড এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ'র উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ২০ মার্চ, বৃহস্পতিবার ১৯ রমজান সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
রমজান শীর্ষক আলোচনায় অংশ নেন বিশিষ্ট সমাজসেবক সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ হোসাইন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও চট্টগ্রাম -১১ এর সম্ভাব্য প্রার্থী মোঃ নূর উদ্দিন সাহেব, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুফতি আহমদ হোসেন আজিজি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বন্দর থানা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম মাসুদ আকন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ফরহাদ হোসেন, মুফতি আনোয়ার হোসেন, মুজাহিদ কমিটির মোঃ সেলিম উদ্দিন ক্বারী, সমাজসেবক, মোঃ আরমান হোসাইন,সংগঠক মোঃ বাহাদুর হোসেন,ছাত্রনেতা মিজানুর রহমান শাহীন, মোঃ শাহিন শেখ, শাহীন আকন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রমজানের তাৎপর্য বহন করে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করছি এবং এই রমজানে ফিলিস্তিনিতে নারী শিশু হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পরিশেষে দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি আহমদ হোসেন আজিজি,পরে ইফতার পরিবেশন করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫