|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:৫৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৪ ০২:০৪ অপরাহ্ণ

আশুলিয়ায় পুলিশের ওপর হামলা, আটক ১৩ জন


আশুলিয়ায় পুলিশের ওপর হামলা, আটক ১৩ জন


ঢাকা প্রেস,আশুলিয়া প্রতিনিধি:-
 

সাভারের আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে উপপরিদর্শক রবিউলসহ চারজন আহত হয়েছেন। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আশুলিয়া থানার পুলিশ ১৩ জনকে আটক করেছে।
 

শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আটককৃতদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার সোনামিয়া মার্কেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
 

পুলিশ জানায়, পূর্ব নরসিংহপুরের সোনামিয়া মার্কেট এলাকার রাকিব ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় রাকিব চিৎকার দিলে তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এসআই রবিউলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখান থেকে ১৩ জনকে আটক করা হয় এবং শনিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।
 

আশুলিয়া থানার ওসি (অপারেশন) মোহাম্মদ আব্দুল বারিক জানান, ধাক্কাধাক্কির একটি ঘটনা ঘটেছে, যার ফলে একজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫