|
প্রিন্টের সময়কালঃ ২১ জানুয়ারি ২০২৫ ০১:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ জানুয়ারি ২০২৫ ০৬:৫৩ অপরাহ্ণ

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত


আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত


ঢাকা প্রেস,আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় হৃদয় মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। সে স্থানীয় কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের মনু মিয়ার ছেলে।
 

দুর্ঘটনাটি ঘটে সোমবার (২০ জানুয়ারি) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের আখাউড়া উপজেলার ছতুরাশরীফ এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির।
 

এসআই জাকির জানান, সকাল ১০টার দিকে হৃদয় মিয়া দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় তিনি মোটরসাইকেলের গতি বাড়িয়ে একটি লরিকে অতিক্রম করার চেষ্টা করেন। তবে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি লরির পেছনের চাকায় ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।
 

দুর্ঘটনার সময় হৃদয়ের সঙ্গে থাকা দুই বন্ধু ভাগ্যক্রমে অক্ষত থাকেন। এসআই জাকির আরও জানান, লরির চালকসহ গাড়িটি আটক করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫