বিশিষ্ট আইনজীবী ও ইনকাম ট্যাক্স বিডি-র প্রতিষ্ঠাতা আমান উল্লাহ সরকারের জন্মদিনে: ইনকাম ট্যাক্স বিডি পরিবারের বিশেষ আয়োজন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
বিশিষ্ট আইনজীবী ও ঢাকা প্রেসের প্রকাশক আমান উল্লাহ সরকারের জন্মদিন উপলক্ষে বৃহষ্পতিবার এক বিশেষ আয়োজন করেছে ইনকাম ট্যাক্স বিডি পরিবার। কর্মজীবনে তাঁর অভিজ্ঞতা, নিষ্ঠা ও প্রজ্ঞার আলোয় অনুপ্রাণিত হয়ে আয়কর পেশায় জড়িত অনেকেই তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।
আমান উল্লাহ সরকার দীর্ঘদিন ধরে দেশের আয়কর পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। কর বিষয়ে তাঁর অসাধারণ জ্ঞান ও বিশ্লেষণধর্মী লেখার মাধ্যমে তিনি যেমন করদাতাদের সচেতন করছেন, তেমনি নবীন পেশাজীবীদের জন্যও রেখে গেছেন একটি সুদৃঢ় ভিত্তি। কর আইন বিষয়ে তিনি একাধিক গ্রন্থ রচনা করেছেন, যেগুলো সহজ ভাষায় উপস্থাপনের কারণে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে তাঁর আরও কয়েকটি গ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে।
জন্মদিন উপলক্ষে ইনকাম ট্যাক্স বিডি পরিবার পক্ষ থেকে আমান উল্লাহ সরকারকে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে তাঁর সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করেন।
এই বিশেষ দিনে আমান উল্লাহ সরকার ইনকাম ট্যাক্স বিডি পরিবার ও সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “করদাতাদের আরও সহজ ও কার্যকর সেবা দেওয়ার লক্ষ্যে ইনকাম ট্যাক্স বিডি পরিবার কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও দেশের রাজস্ব আহরণে আরও বড় ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”
জাতীয় রাজস্ব ব্যবস্থার উন্নয়ন ও সচেতনতামূলক কার্যক্রমে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে বলেও আয়োজনে বক্তারা উল্লেখ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫