উদ্যোক্তা নেই কুড়িগ্রামের ‘উদ্যোক্তা মেলায়

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
সরেজমিনে ঘুরে দেখা যায়, মেলা প্রাঙ্গণ একপ্রকার জনশূন্য। চারদিক ধুঁ ধুঁ করছে। স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে এ মেলার আয়োজনের কথা বলা হলেও কার্যত মেলার বেশিরভাগ স্টল খালি পড়ে আছে।
কুড়িগ্রামে শুরু হয়েছে বিসিক উদ্যোক্তা মেলা। তবে মেলায় নেই উদ্যোক্তাদের সমাগম, দর্শনার্থীদের ভীড়। একপ্রকার খালি স্টলে সাজানো মাঠ নিয়ে দায়সারাভাবে চলছে এ মেলা।
কুড়িগ্রাম শহরের কলেজ মোড়স্থ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ চত্বরে গত বৃহস্পতিবার ১০দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়; পাশেই আউটার স্টেডিয়ামে বসেছে বাণিজ্য মেলা। ফলে বাণিজ্য মেলার পাশে এই উদ্যোক্তা মেলা উদ্যোক্তাদের স্বপ্ন কতটুকু পুরণ করবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
শুক্রবার সরেজমিনে ঘুরে দেখা যায়, মেলা প্রাঙ্গণ একপ্রকার জনশূন্য। চারদিক ধুঁ ধুঁ করছে। স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে এ মেলার আয়োজনের কথা বলা হলেও কার্যত মেলার বেশিরভাগ স্টল খালি পড়ে আছে।
চত্বরজুড়ে মোট ৫০টি স্টল সাজানো হয়েছে। এর মধ্যে মাত্র ১৩টিতে উদ্যোক্তারা বসেছেন, বাকিগুলো খালি।
এই মেলার জন্য মোটা অঙ্কের অর্থ বরাদ্দ থাকলেও আয়োজন দেখে তা বোঝার উপায় নেই। উদ্যোক্তাদের মেলায় অংশগ্রহণে উৎসাহিত করতে তেমন প্রচারও চালানো হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
নীলফামারী সদর থেকে কামাল হোসেন নামের এক উদ্যোক্তা জানান, তিনি ৪ হাজার টাকা ফি দিয়ে দুটি স্টল নিয়েছেন। তার মধ্যে একটি নিজের তৈরি সোয়েটার এবং অন্যটিতে বিভিন্ন ধরনের খেলনা তুলেছেন।
নীলফামারীর সৈয়দপুর থেকে আসা হস্তশিল্পের কর্ণধার জোৎস্না খাতুন বলেন, ‘দুই হাজার টাকা ফি দিয়ে গতকাল (বৃহস্পতিবার) স্টল সাজিয়েছি। এখন পর্যন্ত মাত্র একটি কানটুপি বিক্রি করতে পেরেছি।’
একই জায়গায় দুই মেলা আয়োজন করায় পণ্য বিক্রি করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
কথা হয় কুড়িগ্রামের সারা বুটিকস-এর সিসিলিয়া ঢাকী, আজান ফ্যাশন হাউজের সানজিদা নাজনিন ও জেএম হ্যান্ডিক্রাফট ও রংপুর প্রাইমারি মিশনের মাকসুদা বেগমের সঙ্গে। তাদের কণ্ঠেও ঝরে আক্ষেপ।
তারা জানান, অনেক আশা নিয়ে মেলায় আসলেও স্টলগুলোর বেশিরভাগ এখনও ফাঁকা পড়ে আছে। ক্রেতা-দর্শনার্থীর ভীড়ও নেই। এমন পরিস্থিতি হলে ব্যবসায় লোকসানের আশঙ্কা করছেন তারা।
এ ব্যাপারে কুড়িগ্রাম সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু নিউজবাংলাকে বলেন, ‘স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দেয়ার জন্য এই মেলার আয়োজন। জেলায় আড়াই থেকে ৩ হাজার ক্ষুদ্র উদ্যোক্ত থাকলেও মেলার স্টলগুলো ফাঁকা পড়ে রয়েছে।’
তিনি বলেন, ‘বাইরের জেলা থেকেও উদ্যোক্তা আনা হয়েছে বলে জেনেছি, তারপরও মেলায় উদ্যোক্তার অভাব। ঠিকভাবে প্রচার না করে দায়সারাভাবে চালানো হচ্ছে মেলাটি।’
কর্তৃপক্ষকে এ ব্যাপারে আরও সচেতন হওয়া দরকার বলে মনে করেন তিনি।
কুড়িগ্রাম বিসিক-এর উপ-পরিচালক শাহ মোহাম্মদ জুনায়েদ বলেন, ‘আমরা স্থানীয় উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছি। অন্য জেলা থেকেও কিছু উদ্যোক্তা আনা হয়েছে। আশা করছি, অন্তত ৪০/৪৫টি স্টল পূর্ণ হবে।’
ইতোমধ্যে ২৩ জন উদ্যোক্তা রেজিস্ট্রেশন ফি জমা দিয়েছেন বলে জানান এ কর্মকর্তা। বলেন, ‘এই মেলার জন্য ৩ লাখ ৬০ হাজার টাকার বাজেট রয়েছে। আমরা অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেব।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫