|
প্রিন্টের সময়কালঃ ১৩ মার্চ ২০২৫ ০৪:৫৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ মার্চ ২০২৫ ০৪:৫৪ অপরাহ্ণ

শাহবাগ: আওয়ামী লীগের যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছে—হাসনাত আব্দুল্লাহ


শাহবাগ: আওয়ামী লীগের যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছে—হাসনাত আব্দুল্লাহ


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন, শাহবাগ আওয়ামী লীগের শাসনের সময় বিভিন্ন অপকর্মের বৈধতা দিয়েছে, যার মধ্যে রয়েছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, আয়নাঘর, এবং বিচারিক হত্যাকাণ্ড। তিনি এই মন্তব্য করেন বুধবার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে।
 

হাসনাত আব্দুল্লাহ বলেন, "শাহবাগ একদিনে গড়ে ওঠেনি। এককভাবে কেউ এটি তৈরি করেনি। শাহবাগ কায়েমে সহায়তা দিয়েছিল তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আমলা, সাংস্কৃতিক কর্মী, বিদেশি এজেন্ট, রাজনীতিবিদ এবং ক্রীড়াবিদরাও।"
 

তিনি আরও উল্লেখ করেন, "শাহবাগ কায়েমে এ দেশের মানুষের মৌলিক মানবাধিকার থেকে শুরু করে বাকস্বাধীনতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারও কেড়ে নেয়া হয়েছিল। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ডসহ সকল অপকর্মের বৈধতা দেওয়া হয়েছিল শাহবাগ থেকে।"

 


 

হাসনাত আব্দুল্লাহ বলেন, "শাহবাগ কায়েমে যারা সচেষ্ট ছিলেন, তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় গত পনেরো বছরে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। তাদের সমর্থনেই ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় ছিল।"
 

তিনি বলেন, "চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বিগত পনেরো বছরে সংঘটিত সকল অন্যায়, অপকর্ম, গুম, খুন ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে চাই।"
 

এছাড়া হাসনাত আব্দুল্লাহ আরও লেখেন, "আমরা আশা রাখি, সকলের প্রচেষ্টায় তা সম্ভব হবে। ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই দেশে ইনসাফ কায়েম হবে। আমরা জুলাইয়ের শহীদদের স্পিরিট রক্ষায় সদা জাগ্রত। আমরা বদ্ধপরিকর, বিগত শাসনামলে হওয়া সকল অন্যায় ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে।"
 

এর আগে, এক পোস্টে সাবধান করে দিয়ে তিনি বলেন, "২০২৫ সালে এসে ২০১৩ ফেরানোর চেষ্টা করবেন না।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫