|
প্রিন্টের সময়কালঃ ০৫ মার্চ ২০২৫ ০২:৫৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৩৭ অপরাহ্ণ

কোটালীপাড়ায় নিখোঁজের দুই দিন পর খাল থেকে জেলের মরদেহ উদ্ধার


কোটালীপাড়ায় নিখোঁজের দুই দিন পর খাল থেকে জেলের মরদেহ উদ্ধার


গোপালগঞ্জ প্রতিনিধি:-

 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই দিন আগে নিখোঁজ হওয়া এক জেলের মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে কোটালীপাড়া-পয়সারহাট খালের গচাপাড়া এলাকা থেকে পুলিশ ৪০ বছর বয়সী বিপুল মণ্ডলের মরদেহ উদ্ধার করে।
 

স্থানীয়দের সূত্রে জানা যায়, গত শনিবার রাতে মাছ ধরতে বের হওয়ার পর বিপুল মণ্ডল নিখোঁজ হন। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা খুঁজে বের করার চেষ্টা করেও তার কোনো হদিস পাননি। তবে, সোমবার ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা খালে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ পরে এলাকাবাসীর সহায়তায় মরদেহটি উদ্ধার করে।
 

বিপুল মণ্ডলের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্ত্রী মণি মণ্ডল স্বামীর মরদেহ দেখে বারবার মূর্ছা যাচ্ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তারা এখন চরম বিপর্যয়ে রয়েছে। স্থানীয়রা নিহতের পরিবারকে সরকারি সাহায্য প্রদান করার দাবি জানিয়েছেন।
 

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, নিহত বিপুল মণ্ডল আগে দুটি স্ট্রোকের শিকার হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় স্ট্রোকজনিত কারণে তিনি পানিতে পড়ে মারা যান। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫