|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:৩৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ আগu ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ণ

কুড়িগ্রামে পৃথক অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৪


কুড়িগ্রামে পৃথক অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৪


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ১৯ আগস্ট রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় ভূরুঙ্গামারী থানাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সহযোগিতায় ভূরুঙ্গামারী থানাধীন পূর্ব ভোট হাট ১ নং ওয়ার্ড এর খোনাপাড়া সীমান্ত এলাকা থেকে একই এলাকার মাদক কারবারি মো: আশরাফুল আলম (২০) কে ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ হাতেনাতে গ্রেফতার  করে। 

 

এছাড়াও কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গত ১৮ আগস্ট ২০২৪ রাতে নাগেশ্বরী পৌরসভাধীন বালাসিপাড়া মৌজাসথ ৭  নম্বর ওয়ার্ড বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে ফুলবাড়ী কুটি চন্দ্রখানা এলাকার মাদক কারবারি মো: সাইফুল ইসলাম (৫২), আজওয়াটারি এলকাার শ্রী সত্য চন্দ্র সেন (৩৪)  ও ললালমনিরহাট সদরের কালোমাটি হরিনচরা এলাকার মো: আব্দুর রশিদ (৪০) দেরকে ২৫ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে।

 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।  কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

 

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫