সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ঢাকা প্রেস,সুনামগঞ্জ প্রতিনিধি:-
সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ অন্যান্য মালামাল জব্দ করেছে বিজিবি।
রোববার (৫ জানুয়ারি) ভোরে সুনামগঞ্জ ব্যাটালিয়নের ২৮ বিজিবির বিভিন্ন বিওপি টিম এই অভিযান পরিচালনা করে।
বিজিবির তথ্য অনুযায়ী, জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৫টি ভারতীয় গরু, ১টি পিকআপ ভ্যান, ৪২২৭ কেজি চিনি, ১ হাজার কেজি কয়লা, ৩০০ কেজি কমলা, ৩৫৭ বোতল মদ এবং ৩৫০ কেজি ফুসকা। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৩১ লাখ ৫ হাজার টাকা।
২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, জব্দকৃত মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে এবং গরু ও অন্যান্য সামগ্রীসহ যানবাহন সুনামগঞ্জের শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫