|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:২৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ নভেম্বর ২০২৪ ০৪:১২ অপরাহ্ণ

জন্মদিনে নুহাশপল্লীতে শ্রদ্ধা ও ভালোবাসায় হুমায়ূন স্মরণ


জন্মদিনে নুহাশপল্লীতে শ্রদ্ধা ও ভালোবাসায় হুমায়ূন স্মরণ


ঢাকা প্রেস,গাজীপুর প্রতিনিধি:-
 

আজ জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে নুহাশপল্লীতে তাঁর পরিবারের সদস্যরা, স্বজনরা এবং শুভানুধ্যায়ী বন্ধুরা নানা অনুষ্ঠানের মাধ্যমে লেখককে স্মরণ করছেন। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে নুহাশপল্লীর স্টাফরা লিচুতলার সমাধি প্রাঙ্গণে প্রায় ৫০০টি মোমবাতি প্রজ্বালন করেন এবং কেক কেটে লেখক হুমায়ূন আহমেদকে শ্রদ্ধা জানান।

বুধবার (১৩ নভেম্বর) জন্মদিন উপলক্ষে হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওন, তাঁর দুই পুত্র নিনিত ও নিষাদ হুমায়ূনসহ পরিবারের সদস্যরা লেখকের কবর জিয়ারত করেন। এই সময় উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের শুভানুধ্যায়ী ও ভক্তরা। লেখকের আত্মার শান্তি কামনায় সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয় এবং পরে কাটা হয় জন্মদিনের কেক।

প্রতিবারের মতো এবারো হুমায়ূন পরিবারের সদস্যরা, ভক্তরা, কবি, লেখক এবং নাট্যজনেরা লিচুতলার কাছে ফুল হাতে শ্রদ্ধা জানান। অনেক ভক্ত ও পাঠকরা হুমায়ূনের প্রিয় চরিত্র হিমুকে হলুদ পাঞ্জাবিতে এবং রূপাকে নীল শাড়িতে সেজে আসেন। তারা লেখকের প্রতি তাঁদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা ব্যক্ত করেন।

হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর, নেত্রকোণা জেলার মোহনগঞ্জে, তাঁর মায়ের বাড়িতে। তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। বাবা ফয়েজুর রহমান এবং মা আয়েশা ফয়েজ। ২০১২ সালের ১৯ জুলাই মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান। তবে তাঁর সৃষ্টিশীল কর্মের মাধ্যমে তিনি এ দেশের ভক্ত ও অনুরাগীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫