|
প্রিন্টের সময়কালঃ ০৭ ডিসেম্বর ২০২৫ ০২:৩৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ ডিসেম্বর ২০২৫ ০৩:৪৭ অপরাহ্ণ

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স


খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, যিনি কাতার কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন।
 

এনামুল হক চৌধুরী জানান, “ম্যাডামের মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই কাতারের রয়েল অ্যাম্বুলেন্স দেশটির পক্ষ থেকে প্রস্তুত হয়ে ঢাকা রওনা দেবে। তারপর বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার পুরো ব্যবস্থাপনা কাতার কর্তৃপক্ষই করছে।”
 

তিনি আরও বলেন, জার্মানি থেকে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স আনার উদ্যোগ কাতার কর্তৃপক্ষই নিয়েছে এবং তারা সেটির সব আয়োজন সম্পন্ন করছে।
 

বিএনপি নেতার ভাষ্য অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা ব্যবস্থাপনায় রয়েল কর্তৃপক্ষ নিজস্ব তত্ত্বাবধানে কাজ করছে, এ ক্ষেত্রে দলের পক্ষ থেকে কোনো অতিরিক্ত ভূমিকা নেই।
 

এদিকে মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়া এখনো বিমানযোগে ভ্রমণের উপযোগী অবস্থায় পৌঁছাননি। এ কারণে লন্ডনে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে যাত্রা বিলম্বিত হচ্ছে। গত দুই দিনে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করা হয়েছে এবং প্রতিদিনই বোর্ডের সভায় তাঁর শারীরিক অবস্থার হালনাগাদ প্রতিবেদন আলোচনা করা হচ্ছে।
 

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা তত্ত্বাবধান করছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমানও এ বোর্ডের সদস্য।
 

বেগম জিয়ার উন্নত চিকিৎসার লক্ষ্যে ডা. জুবাইদা রহমান শুক্রবার ঢাকায় এসে পৌঁছেছেন।

সূত্র: বাসস!


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫