|
প্রিন্টের সময়কালঃ ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২২ অপরাহ্ণ

বরিশালকে বড় লক্ষ্য ছুড়ে দিল চিটাগং কিংস


বরিশালকে বড় লক্ষ্য ছুড়ে দিল চিটাগং কিংস


ঢাকা প্রেস,ক্রীড়া প্রতিবেদক:-

 

সিলেটকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই প্লে-অফ নিশ্চিত করেছে চিটাগং কিংস। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের লক্ষ্য বরিশালকে হারিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করা। সেই লক্ষ্যে আগে ব্যাট করে বন্দরনগরীর দলটি বরিশালের সামনে ২০৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে।
 

শনিবার (১ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে চিটাগং কিংসকে দুর্দান্ত সূচনা এনে দেন খাজা নাফি ও পারভেজ ইমন। তাদের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে দলটির সংগ্রহ দাঁড়ায় ৫৫ রান।
 

তবে ইনিংসকে বড় করতে পারেননি নাফি। ১৯ বলে ২২ রান করে ক্যাচ তুলে দিয়ে ফিরেন তিনি। অন্যদিকে, পারভেজ ইমন ব্যাট চালিয়ে ৩১ বলে ফিফটি পূরণ করেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি—৪১ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেন এই তরুণ ব্যাটার। তাকে সঙ্গ দেন গ্রাহাম ক্লার্ক, যিনি ২১ বলে ২৬ রান করেন।
 

মিথুন মাত্র ২ বল খেলে শূন্য রানে আউট হলেও চতুর্থ উইকেটে ব্যাট হাতে ঝড় তোলেন হায়দার আলী। তাকে দারুণ সঙ্গ দেন শামীম পাটোয়ারি। শেষ পর্যন্ত, শামীমের ১২ বলে ৩০ রান এবং হায়দারের ২৩ বলে অপরাজিত ৪২ রানের ইনিংসে ভর করে চিটাগং কিংস ২০৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।
 

বরিশালের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। এ ছাড়া এবাদত হোসেন ও মোহাম্মদ নবী একটি করে উইকেট নেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫