|
প্রিন্টের সময়কালঃ ২৯ অক্টোবর ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ অক্টোবর ২০২৫ ০২:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, নিহত ১


চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, নিহত ১


চট্টগ্রামের সাগরিকা রেলগেট এলাকায় ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড থেকে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ঘটনাটি তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
 

নিহত ব্যক্তির নাম শামসুল হাই আলম। তিনি স্থানীয়ভাবে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরিকা স্টেডিয়াম রেলগেট দিয়ে একটি মালবাহী ট্রেন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা চালবোঝাই ট্রাকটি ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে থাকা শামসুল আলম চালের বস্তার নিচে চাপা পড়ে মারা যান। সংঘর্ষের ফলে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে নিচে পড়ে যায়।
 

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনের পণ্যবাহী কন্টেইনারগুলো সরিয়ে নেওয়া হয়েছে। রেলওয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারীর গাফিলতি ছিল কিনা তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি, দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫