|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৩:২৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৪ ০২:১৭ অপরাহ্ণ

শাহজালাল বিমানবন্দরের দেড় কিলোমিটার ‘নীরব এলাকা’ ঘোষণা


শাহজালাল বিমানবন্দরের দেড় কিলোমিটার ‘নীরব এলাকা’ ঘোষণা


ঢাকা প্রেস নিউজ


ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করেছে। এই নির্দেশনা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। অন্যদিকে, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ-সমাবেশ চলছে। তবে সরকার এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি।

 

বিমানবন্দরের কাছাকাছি এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে শব্দদূষণ কমানোর লক্ষ্যে। এটি বিমান চলাচলের নিরাপত্তা এবং যাত্রীদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করবে।
 

বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা তাদের পছন্দের নামে বিমানবন্দরের নামকরণের দাবি জানিয়ে আসছে।
 

সরকার এখনও বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। তবে এই বিষয়টি নিয়ে জনমত গঠন চলছে এবং ভবিষ্যতে কোনো পরিবর্তন আসতে পারে।

 

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন এবং নীরব এলাকা ঘোষণা দুটিই গুরুত্বপূর্ণ বিষয়। এই দুই ঘটনার ফলে বিমানবন্দর এবং এর আশপাশের এলাকার মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন আসতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫