আলমগীর হোসেন,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:-
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে গবেষণাপ্রকল্প সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনামের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ. এম. কামাল এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকবৃন্দ।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, গবেষণার গুণগত মান ঠিক রেখে গবেষণা যেন সর্বজন গৃহীত হয় সে বিষয়টি গবেষকদের মনে রাখতে হবে। বিশেষ করে গবেষণার গুণগত মানের দিকে নজর দিতে হবে। এজন্য গবেষক ও গবেষণা তত্ত্বাবধায়দের সচেষ্ট থাকতে হবে যেন গবেষণাটি মানসম্পন্ন হয় এবং দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তা স্থান পায়।বিশ্ববিদ্যালয় প্রশাসন গবেষণা কার্যক্রমকে বিশেষভাবে উৎসাহিত করছে। সামনে এধরণের উদ্যোগ উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
সেমিনার সম্পর্কে ২০২৩-২৪ অর্থবছরের ফেলো গবেষক আলমগীর হোসেন বলেন, গবেষণা হলো জ্ঞানের অগ্রগতি এবং সমাজ উন্নতির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নজরুল ইন্সটিটিউটের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা নজরুলকে নিয়ে গবেষণার সুযোগ পাচ্ছেন। এই ইন্সটিটিউটের মাধ্যমে নজরুল বিষয়ক নিত্যনতুন জ্ঞান সৃষ্টি হচ্ছে। আজ দিনব্যাপী সেমিনারে কবি নজরুলের উপর বিভিন্ন গবেষণাকর্ম উপস্থাপিত হয়েছে। আমার গবেষণা প্রকল্পের শিরোনাম ছিল 'নির্বাচনে নজরুল: লেখকসত্তা, রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতা পর্যবেক্ষণ'। এখানে নির্বাচনে কবি নজরুলের প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লেষ তুলে ধরার চেষ্টা করেছি। আর্থিক প্রণোদনায় শিক্ষার্থী হিসেবে এটিই আমার প্রথম গবেষণা প্রকল্প। সবার কাছে দোয়া চাচ্ছি আগামীতেও যেন নজরুলকে নিয়ে গবেষণা করে নজরুল প্রেমিদের সমৃদ্ধ করতে পারি।
ফেলো গবেষক রোকন বাপ্পি বলেন, গবেষণা কর্মে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই অনুষ্ঠানগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ অর্থবছরে আমিসহ আরও ৪০ জন গবেষক এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সুযোগ পেয়েছেন নিজেদের গবেষণা সত্তা কে আরও বেশি ঝালিয়ে নেওয়ার। ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের এমন আয়োজন প্রতিবছর অব্যহত থাকবে বলে আমরা আশাবাদী যার মাধ্যমে প্রতিবছরই বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ১০ হাজার শিক্ষার্থীর মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থী গবেষক হিসেবেও তাদের খ্যাতি ও পরিচিতি লাভ করতে পারে।
ফেলো গবেষক শাকিল বাবু বলেন, ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ এর আয়োজনে গবেষণা অগ্রগতি সেমিনারে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। এখানে আমাদের গবেষণার অগ্রগতির বিষয় উপস্থাপন করেছি। এই সেমিনারের কারণে পরবর্তীতে আমাদের গবেষণা সম্পন্ন করতে সহযোগী ভূমিকা পালন করবে বলে মনে করি।