|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:৩০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ এপ্রিল ২০২৫ ০২:০২ অপরাহ্ণ

সোহরাওয়ার্দীতে ‘মার্চ ফর গাজা’: অনুষ্ঠান শুরুর আগেই উপচে পড়া ভিড়


সোহরাওয়ার্দীতে ‘মার্চ ফর গাজা’: অনুষ্ঠান শুরুর আগেই উপচে পড়া ভিড়


নিউজ ডেস্ক:-

 

ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই মানুষের ঢল নামে।
 

বিকেল ৩টায় মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ সমবেত হতে শুরু করেন। অংশগ্রহণকারীদের অনেকের হাতেই ছিল ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড।
 

এই কর্মসূচির আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম। তাদের দাবি, ঢাকায় ফিলিস্তিনের পক্ষে এটিই হবে সবচেয়ে বড় গণজমায়েত।
 

সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন গেট—রমনা কালি মন্দির, টিএসসি, রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রান্ত দিয়ে একের পর এক মিছিল করে প্রবেশ করতে দেখা গেছে জনতাকে। সবার কণ্ঠে ছিল ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ও ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান। সুশৃঙ্খল কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি প্রবেশপথে স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা লক্ষ্য করা গেছে।
 

আয়োজকরা জানিয়েছেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মাদ আবদুল মালেক এই জমায়েতে সভাপতিত্ব করবেন।
 

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের গণমাধ্যম সমন্বয়ক শেখ ফজলুল করীম মারুফ জানান, দুপুর ২টা থেকে রাজধানীর পাঁচটি পয়েন্ট—বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশিবাজার মোড় ও নীলক্ষেত মোড়—থেকে বর্ণাঢ্য মিছিল বের হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়। প্রতিটি রুটে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে, সেনাবাহিনীও মোতায়েন রয়েছে। সন্দেহভাজনদের তল্লাশি চালাচ্ছে সেনাসদস্যরা।

এদিকে, ফেসবুকে ‘মার্চ ফর গাজা’র পক্ষে সংহতি জানিয়ে একাধিক রাজনীতিক, আলেম ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা ভিডিও বার্তা দিয়েছেন।

রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন:

  • মিয়া গোলাম পরওয়ার (জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল)

  • মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)

  • মজিবুর রহমান মঞ্জু (এবি পার্টি)

  • মামুনুল হক (বাংলাদেশ খেলাফত মজলিস)

  • নুরুল হক নুর ও রাশেদ খান (গণঅধিকার পরিষদ)

  • আন্দালিভ রহমান পার্থ (বিজেপি),

  • সাখাওয়াত হোসাইন রাজী (ইসলামী ঐক্যজোট)

  • আলী আহসান জুনায়েদ (আপ বাংলাদেশ),

  • হাসনাত আবদুল্লাহ (জাতীয় নাগরিক পার্টি)

ধর্মীয় ও সমাজিক অঙ্গনের ব্যক্তিরা যাঁরা বার্তা দিয়েছেন:

  • মিজানুর রহমান আজহারী (ইসলামি বক্তা)

  • শায়খ আহমাদুল্লাহ (আস-সুন্নাহ ফাউন্ডেশন)

  • ডা. জাহাঙ্গীর কবির

  • মাহমুদুর রহমান (দৈনিক আমার দেশের সম্পাদক)

  • এনায়েত চৌধুরী (বুয়েট প্রভাষক ও ইউটিউবার)

  • আয়মান সাদিক (টেন মিনিট স্কুল)

  • মাহমুদুল হাসান সোহাগ (উদ্যোক্তা)

  • আরজে কিবরিয়া (উপস্থাপক)

  • ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ

এছাড়াও জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তাইজুল ইসলামের ভিডিও বার্তাও ‘মার্চ ফর গাজা’র ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫