|
প্রিন্টের সময়কালঃ ০১ মার্চ ২০২৫ ০১:১৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১০ অপরাহ্ণ

এক থানার ১৩ পুলিশ সদস্য প্রত্যাহার


এক থানার ১৩ পুলিশ সদস্য প্রত্যাহার


সিলেট ব্যুরো:-

 

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ১৩ জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ২ জন উপপরিদর্শক (এসআই), ২ জন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং ৯ জন কনস্টেবল। পাথরবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার তাদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
 

এর আগে, সোমবার সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাসেলুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) রফিকুল ইসলামের স্বাক্ষরিত পৃথক অফিস আদেশের মাধ্যমে তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
 

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন—এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন ও কিপেস চন্দ্র রায়।
 

সম্প্রতি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি, রেলওয়ের বাঙ্কার এলাকা ও শারফিন টিলা এলাকায় পুলিশ একাধিক অভিযান চালিয়ে পাথর লুটের ঘটনায় মামলা করে। তবে, গত কয়েকদিন ধরে শারফিন টিলা এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনের সময় পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ উঠে। বিষয়টি জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমানের নজরে এলে তাদের ক্লোজ করার নির্দেশ দেওয়া হয়। এরপর আজ মঙ্গলবার তাদের থানা থেকে সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫