|
প্রিন্টের সময়কালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৩৪ অপরাহ্ণ

পাকিস্তান ক্রিকেটের ‘ধ্বংস’ জেল থেকেও অনুভব করছেন ইমরান খান


পাকিস্তান ক্রিকেটের ‘ধ্বংস’ জেল থেকেও অনুভব করছেন ইমরান খান


স্পোর্টস ডেস্ক:-

 

চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক পাকিস্তান গ্রুপ পর্বে এক ম্যাচ হাতে রেখে বিদায় নিয়েছে। নিউজিল্যান্ড এবং ভারতের বিপক্ষে বাজে হারে বিদায় নিতে হয়েছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দলকে।
 

এর আগে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তান গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। বাবর আজমের নেতৃত্বে দলটি ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে পারেনি। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান আবারও গ্রুপ পর্বে বিদায় নিল।
 

পাকিস্তান ক্রিকেটের এই ধারাবাহিক অধঃপতনে ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক এখন জেলে বসেও দেশের ক্রিকেটের অবস্থা অনুভব করছেন। তিনি পিসিবির অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।
 

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড পাওয়া ইমরান খান সম্প্রতি টিভিতে ভারত এবং পাকিস্তানের ম্যাচ দেখেন। মঙ্গলবার জেল গেটের বাইরে সাংবাদিকদের এ কথা জানান ইমরানের বোন আলিমা খান। তার ভাষ্যমতে, ইমরান খান বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের সর্বত্র পছন্দের মানুষ বসানো হয়েছে এবং তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। যদি এইভাবে চলতে থাকে, তাহলে পাকিস্তান ক্রিকেটের ধ্বংস অবশ্যম্ভাবী।’
 

আলিমার ভাষ্য অনুযায়ী, ভারত-বিপক্ষে ম্যাচ নিয়ে ইমরান খান মন্তব্য করেছেন, ‘পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভিকে প্রশ্ন করা উচিত, উনি ক্রিকেট সম্পর্কে কতটা জানেন।’ পিটিআই-এর মহাসচিব সালমান আকরাম জানান, পাকিস্তানের খেলা দেখে ইমরান খান দুঃখিত হয়েছেন। তিনি বলেন, ‘কিছু বছরের মধ্যেই পাকিস্তানে ক্রিকেট একটি তামাশায় পরিণত হয়েছে।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫