আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা প্রেস নিউজ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, "আমার মনে হয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে। তবে, এতে সবারই ধৈর্য ধারণ করতে হবে।"
সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, "যদি আমরা অধৈর্য হয়ে পড়ি, তবে কোনো সমাধান পাওয়া যাবে না। তাই সবাইকে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে এটি জানিয়ে দিয়েছি।"
ছাত্রদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, "রাস্তা ব্লক না করে নিজেদের মাঠ বা সোহরাওয়ার্দী উদ্যানের মতো জায়গায় প্রতিবাদ করা সবচেয়ে ভালো। রাস্তা ব্লক করলে যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হয়।"
এ সময় তিনি আরও জানান, "পুলিশকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ দেওয়া হয়েছে, তবে অনেক সময় তারা তা পালন করতে পারে না।"
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও এ সময় বক্তব্য রাখেন এবং বলেন, "এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫