ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ মে ২০২৫ ০৩:৫৩ অপরাহ্ণ   |   ১৫৭ বার পঠিত
ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা গ্রেপ্তার

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
 

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে ল্যাবএইড হাসপাতাল এলাকার কাছ থেকে তাকে আটক করা হয়।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী ও পথচারী মিজানুর রহমানকে চিহ্নিত করে আটক করেন। পরে তাকে নিউমার্কেট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
 

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এস এম মিজানুর রহমানের বিরুদ্ধে ‘বৈষম্যবিরোধী আন্দোলন’–সংক্রান্ত একটি হত্যাকাণ্ডের ঘটনায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।