আখাউড়ায় বিজিবির অভিযান: ৫০ লাখ টাকার মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ

ঢাকা প্রেস
আখাউড়া প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবির একটি দল বড় ধরনের চোরাচালানের ঘটনা থামাতে সক্ষম হয়েছে। মঙ্গলবার রাতে মনিয়ন্দ বিওপির অভিযানে ১ হাজার ১৭১ পিস মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা।
বিজিবি সূত্র জানায়, চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। তবে বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে। জব্দকৃত মালামালগুলি জাতীয় রাজস্ব বোর্ডের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫