বাংলাদেশ-ভুটান বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার আহ্বান: ড. ইউনূস

ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির উপায়, বাংলাদেশে ভুটানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল, নবায়নযোগ্য জ্বালানি, পারস্পরিক স্বার্থের অন্যান্য ক্ষেত্র এবং নেপালের বৌদ্ধ ধর্মে বাংলার প্রভাব নিয়ে আলোচনা হয়।
ড. ইউনূস বলেন, “আমরা আমাদের সম্পর্ক জোরদার হতে দেখতে চাই।”
প্রতিউত্তরে ভুটানের রাষ্ট্রদূত বলেন, ২০২০ সালে স্বাক্ষরিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) অনুযায়ী বাংলাদেশই একমাত্র দেশ যার সঙ্গে ভুটানের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। তিনি পিটিএতে আরও পণ্য অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, ভুটানে বাণিজ্য বৃদ্ধির বিশাল সুযোগ রয়েছে।
রাষ্ট্রদূত কুয়েনসিল বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষু ও পণ্ডিতদের তিব্বত, নেপাল ও ভুটানে বৌদ্ধ ধর্ম প্রচারের ইতিহাস উল্লেখ করে বলেন, ১৫ শতকের প্রথম দিকে বাংলাদেশে জন্ম নেওয়া বানরত্ন ভুটান সফর করেছিলেন এবং সেখানে একটি বুদ্ধমূর্তি ও একটি মঠ স্থাপন করেছিলেন। সেই বানরত্নকে এখনও তার দেশের মানুষ শ্রদ্ধা করে।
বৈঠকে এসডিজিবিষয়ক সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইশরাত জাহান উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫