সাদিক এগ্রোর কোটি টাকার উচ্চবংশীয় গরু জব্দ করেছে দুদক!

ঢাকা প্রেস নিউজ
‘ছাগলকাণ্ডে’ আলোচিত সাদিক এগ্রোর কোটি টাকার সেই উচ্চবংশীয় গরুসহ আমদানি করা ব্রাহমা জাতের ছয়টি গরু জব্দ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।
দুর্নীতি দমন কমিশন (দুদক) 'ছাগলকাণ্ড'-এ আলোচিত সাদিক এগ্রোর ৬টি ব্রাহমা জাতের গরু জব্দ করেছে। এই গরুগুলোর মূল্য কোটি টাকায়। ২০২১ সালে ভুয়া তথ্য দিয়ে আমদানি করা হয়েছিল এসব গরু। ফ্রিজিয়ান গরু বলে ব্রাহমা জাতের গরু আনা হয়েছিল। বিমানবন্দর কাস্টমস জব্দ করে প্রাণিসম্পদ অধিদপ্তরের হাতে তুলে দেয়। অবৈধ প্রভাবে গরুগুলো ছাড়িয়ে নিয়ে বিক্রি করে সাদিক এগ্রো।
গত সোমবার (১ জুলাই) দুদকের তিনটি টিম অভিযান চালায়। সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার, সাদিক এগ্রোর সাভার, মোহাম্মদপুর ও নরসিংদী ফার্মে অভিযান চালানো হয়। সাভারের একটি শেডে ৫টি ব্রাহমা গরু ও ৭টি বাছুর উদ্ধার করা হয়। মঙ্গলবার (২ জুলাই) বিমানবন্দর কাস্টমসেও অভিযান চালায় দুদক।
দুর্নীতি দমন কমিশনের কার্যকারিতা প্রমাণ করে। অবৈধ আমদানি ও প্রতারণার বিরুদ্ধে জরুরি পদক্ষেপের বার্তা দেয়। দেশের অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলার চেষ্টা প্রতিহত করে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫