পায়ের গোড়ালির ব্যথার কারণ ও প্রতিকার

অনেকেরই পায়ের গোড়ায় ব্যথা হয়। আবার এসব ব্যথার কারণও অনেকে খুঁজে পান না। এমনও হতে পারে সকালে ঘুম থেকে উঠে ব্যথায় মেঝেতে পা ফেলতে পারছেন না। পায়ের পাতার ওপর ভর করে দাঁড়ানোর পর মনে হচ্ছে যেন পায়ের নিচে কাটা বিঁধে আছে।
প্ল্যান্টার ফাসাইটিসের ফলে এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে। প্ল্যান্টার ফ্যাসিয়া হলো পায়ের পাতার একধরনের মোটা ব্যান্ড বা পর্দা। এর মাধ্যমে গোড়ালির হাড় পায়ের পাতার অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত থাকে। সেই ব্যান্ডটি ক্ষতিগ্রস্ত হলে তাকে প্ল্যান্টার ফাসাইটিস বলে
অনেক সময় খেলাধুরা বা দৌড়াতে গিয়ে ব্যথা লাগলে এমনটা হতে পারে। এছাড়া দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, শরীরের ওজন বেশি হওয়া এবং দীর্ঘ সময় ধরে হিল জুতা পরে থাকলে এটা হতে পারে। এছাড়া গোড়ালির হাড় বৃদ্ধি, আর্থ্রাইট্রিস এবং ডায়াবেটিস এই রোগের ঝুঁকি বাড়ায়।
এ ধরনের সমস্যা হলে করণীয়
-
খালি পায়ে হাঁটা বাদ দিতে হবে
-
ব্যথানাশক ওষুধ খাওয়া
-
এক্স-রেসহ আরও কিছু পরীক্ষা করা
-
উঁচু হিলের ও শক্ত সোলের জুতা পরা বাদ দিতে হবে
-
নরম সোলের জুতা বা ডক্টরস শু ব্যবহার করা ভালো
-
অতিরিক্ত ওজন কমাতে হবে।
এ ছাড়া আইসপ্যাক দিয়ে গোড়ালির নিচে দিনে দুই থেকে তিনবার সেঁক দেওয়া যেতে পারে। ডিপ ফ্রিজে রাখা পানির বোতল পায়ের নিচে বারবার রোল করে দিলে ভালো অনুভূত হয়। পায়ের পাতায় গরম সেঁক দিলে উপকার পাবেন। তবে ব্যথা না কমলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫