|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ ডিসেম্বর ২০২৪ ০৩:৩৮ অপরাহ্ণ

মেহেরপুরে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন


মেহেরপুরে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন


ঢাকা প্রেস,মেহেরপুর প্রতিনিধি:-

 

মেহেরপুরে পেঁয়াজ ও আলুর দাম বৃদ্ধিসহ আইনবিরোধীভাবে খোলা ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনটি কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর পক্ষ থেকে আয়োজিত হয়।
 

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ভোক্তা অধিকার রক্ষার দাবিতে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
 

মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাব মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিকসহ অন্যান্য ক্যাব নেতৃবৃন্দ।
 

এছাড়া, মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্যাব সদস্য ও মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বেন ইয়ামিন মুক্ত, ক্যাব গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম, প্রভাষক রফিকুল আলম বকুল, ক্যাব সদস্য প্রদীপ ও দিলারা জাহানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫