আয়কর রির্টান দাখিল করতে কি কি ডকুমেন্ট লাগে, জমা না করতে কি হয়?

১ জুলাই ২০২৪ থেকে শুরু হয়ে গেছে আয়কর রির্টান ২০২৪-২০২৫ জমার কার্যক্রম। অনেকে না বুঝে ভুল রিটার্ন দাখিল করেন। বুঝে শুনে সঠিক ভাবে রিটার্ন দাখিল করুন। ভুল রিটার্ন দাখিলের জন্য আপনার রিটার্ন অডিটে পরতে পারে। অযথা বাড়তি ঝামেলা ও জরিমানা থেকে দূরে থাকুন। তাই আপনার রিটার্ন নির্ভূল ভাবে দাখিল করুন এবং সময়মত রিটার্ন দাখল করুন।
করবর্ষ ২০২৪-২০২৫ এর আয়কর রির্টান দাখিল করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ (০১.০৭.২৩--৩০.০৬.২৪)
-
টিন সার্টিফিকেট;
-
এনআইডি;
-
ব্যাংক স্টেটমেন্ট;
-
সেলারি সার্টিফিকেট/স্টেটমেন্ট ;
-
আগের বছরের রিটার্ন কপি;
-
ট্যাক্স চালান এবং এআইটি ডকুমেন্ট;
-
ডিপিএস/এফডিআর;
-
ইনস্যুরেন্স সার্টিফিকেট;
-
শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট;
-
সঞ্চয়পত্র;
-
ল্যান্ড/ফ্ল্যাট;
-
মটর সাইকেল;
-
গোল্ড;
-
ফ্যারনিচার/ইলিট্রিক ইকুপমেন্ট;
-
ব্যাংক লোন;
-
অন্যান্য লোন।
এগুলার মধ্যে যা যা আছে তাই দিবেন। এগুলো ছাড়াও যদি কিছু থাকে তবে তা অবশ্যই দিবেন।
আয়কর আইন-২০২৩ অনুযায়ী, টিন সার্টিফিকেট থাকলেই রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এছাড়াও সরকারী প্রায় ৫১ ধরনের সেবা নিতে হলে ট্যাক্স রির্টান জমার স্লিপ লাগবে। ৩০-শে নভেম্বর- ২০২৪ পর্যন্ত কোন প্রকার জরিমানা ছাড়ায় রিটার্ন জমা করতে পারবেন।
রিটার্ন দাখিল না করলে কী হয়?
যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, রিটার্ন দাখল না করলে সে সকল সেবা হতে বঞ্চিত হতে হবে। যেমন- ক্ষেত্রমত, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে না কিংবা সংযোগ বিচ্ছিন্ন হবে, বেতন-ভাতাদি প্রাপ্তিতে অসুবিধা হবে ইত্যাদি।
এছাড়াও নিন্মবর্ণিত বিষয়াদির মুখোমুখি হবার সম্ভাবনা রয়েছে, যেমন-
-
আয়কর আইনের ধারা ২৬৬ অনুযায়ী উপকর কমিশনার কর্তৃক আরোপিত জরিমানা পরিশোধ করতে হবে।
-
উপকর কমিশনার কর্তৃক একতরফাভাবে নির্ধারিত কর পরিশোধ করতে হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫