|
প্রিন্টের সময়কালঃ ০৮ মে ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৪ ০৭:৫৬ অপরাহ্ণ

ঝালকাঠিতে আড়াই লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ


ঝালকাঠিতে আড়াই লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ


ঢাকা প্রেস,ঝালকাঠি প্রতিনিধি:-
 

ঝালকাঠির রাজাপুরে প্রায় আড়াই লাখ টাকার মূল্যমানের ১.৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে এবং ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রাজাপুরের মেডিকেল মোড় এলাকায় অবস্থিত মায়ের দোয়া রিসাইকোলনে অভিযান চালানো হয়, যেখানে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক আবুল হোসেনকে পাওয়া না গেলেও ম্যানেজার মো. সম্রাটকে জরিমানা করা হয়।
 

জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঝালকাঠি জেলা শাখার সহকারী পরিচালক আনজুমান নেছা এবং পরিদর্শক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
 

অভিযান সম্পর্কে সহকারী পরিচালক আনজুমান নেছা জানান, ১.৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় আড়াই লাখ টাকারও বেশি। প্রতিষ্ঠানের মালিককে পাওয়া না যাওয়ায় ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫