|
প্রিন্টের সময়কালঃ ২৬ নভেম্বর ২০২৫ ০২:১৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ নভেম্বর ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় আমীর খসরু-আগামী প্রজন্মের পছন্দের প্রতীক ধানের শীষ


চট্টগ্রামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় আমীর খসরু-আগামী প্রজন্মের পছন্দের প্রতীক ধানের শীষ


ডেস্ক নিউজ:

 

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং চট্টগ্রাম-১০ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

 


 

বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আগামী প্রজন্মের বিশ্বাস ও আস্থার প্রতীক ধানের শীষ। দেশের গণতন্ত্র, শৃঙ্খলা ও বিএনপির আদর্শ রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে। নির্বাচনে ধানের শীষের পক্ষে আস্থা রাখার আহ্বান জানাই।”

 


 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব ও চট্টগ্রাম-১১ আসনের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব মো. নাজিমুর রহমান চৌধুরী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. আব্দুস সাত্তার, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, এম এ আজিজ, সাইফুল আলম, আহাম্মেদুল আলম চৌধুরী রাসেল এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের একান্ত সহকারী এডভোকেট মো. মারুফ পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক কৃতী শিক্ষার্থীর মাঝে বিএনপির পক্ষ থেকে ক্রেস্ট, সনদপত্র ও স্মারক উপহার সামগ্রী বিতরণ করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫