|
প্রিন্টের সময়কালঃ ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৫:০৩ অপরাহ্ণ

নাটোরের বাগাতিপাড়া আলোচিত গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার


নাটোরের বাগাতিপাড়া আলোচিত গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার


সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-



নাটোরের বাগাতিপাড়া আলোচিত গৃহবধূ আন্নি খাতুন (২১) হত্যার প্রধান আসামি পরশ মন্ডল (২৩) কে গ্রেফতার করেছে র‍্যাব-৫।পরশ মন্ডল উপজেলার পাঁকা ইউনিয়নের বেগুনিয়া গ্রামের পল্টু মন্ডলের ছেলে।সোমবার (১৫ সেপ্টেম্বর)সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাশ্ববর্তী পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

র‍্যাব-৫ জানায়,পরশ মন্ডলের পরকীয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন ঝগড়ার এক পর্যায়ে পরশ মন্ডল আন্নিকে শয়নকক্ষে আটকিয়ে এলোপাথারি মারধর করে এবং জোর পূর্বক বিষ খাওয়ায়। পরে গুরুতর অবস্থায় তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় গত ১২ সেপ্টেম্বর রাত ৩টা ১০ মিনিটে আন্নির মৃত্যু হয়।
 

এ ঘটনায় নিহতের ভাই বোরহানুল ইসলাম পরদিন (১৩ সেপ্টেম্বর)বাগাতিপাড়া মডেল থানায় পাঁচজনকে মূল আসামি ও তিনজনকে অজ্ঞাত আসামি করে মোট আটজনের নামে হত্যা মামলা দায়ের করেন।
 

মামলার তদন্তে নেমে র‍্যাব-৫-এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধান আসামি পরশ মন্ডলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে বলে র‍্যাব জানিয়েছে।
 

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়,গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন,আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫