কুমিল্লায় মাত্র ৩ হাজার টাকায় স্ত্রীর সতীত্ব বিক্রি: স্বামীসহ ৫ জন আটক
মো: কউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-
কুমিল্লায় ইটভাটা শ্রমিক রাজু আহমেদ মাত্র তিন হাজার টাকায় বন্ধুদের কাছে কৌশলে নিজের স্ত্রী বিউটি আক্তারের সতীত্ব বিক্রি করেন। অভিযোগ, তিনদিন ধরে রাজুর স্ত্রী পালাক্রমে ধর্ষণের শিকার হন। ভুক্তভোগি নারী পরে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু আহমেদ ও তার সহযোগী চারজনকে আটক করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলটি কুমিল্লা জেলার কালিকাপুর ইউনিয়নের মিরশ্বানী এলাকায় ইসলামিয়া ব্রিকস ফিল্ডের শ্রমিকদের থাকার ঘর।
আটককৃতরা:
-
রাজু আহমেদ (২৬), নোয়াখালী জেলার সুধারাম (সদর) থানার রামহরিতালুক গ্রামের আবুল কাশেমের ছেলে
-
বেলাল হোসেন (৩৫), মৃত সিরাজ মাঝির ছেলে
-
মো. হৃদয় (২৫), আবুল কাশেমের ছেলে
-
মহিন (২৬), চাঁন মিয়া মাঝির ছেলে
-
আবুল কালাম (৪৫), মুন্সীতালুক গ্রামের শাহ আলমের ছেলে
শনিবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম বিষয়টি নিশ্চিত করেন।
এজাহারে উল্লেখ করা হয়, রাজু ও বিউটি আক্তারের বিয়ে হয় ২০২৩ সালে। কিন্তু রাজুর মাদকাসক্তি ও অসঙ্গতির কারণে বিউটির সঙ্গে রাজুর দাম্পত্য জীবন ভালো কাটছিল না। এতে বিউটি তার বাবার বাড়ি নোয়াখালীর সুধারামের মান্দারতলী গ্রামে চলে যান।
চলতি মাসের শুরুর দিকে উভয় পরিবারের উপস্থিতিতে অনুষ্ঠিত শালিস বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিউটিকে পুনরায় রাজুর কাছে পাঠানো হয়। ১৫ অক্টোবর রাজু বিউটিকে কুমিল্লায় নিয়ে এসে মিরশ্বানী এলাকার ইসলামিয়া ব্রিকস ফিল্ডে তার কর্মস্থলে অবস্থান করার ব্যবস্থা করেন এবং বেলাল হোসেনের ঘরে থাকতে দেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫