নারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় চালু করার পরিকল্পনা নিয়ে কাজ করছে আফগানিস্তান

তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে নারীদের অধিকার সংকুচিত হয়েছে আফগানিস্তানে। মেয়েদের শিক্ষা অধিকারে হস্তক্ষেপ থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সম্প্রতি নারীদের জন্য বিশ্ববিদ্যালয় পুনরায় চালু করার বিষয় বিবেচনা করছে বলে জানিয়েছে দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রণালয়। সোমবার আফগানিস্তানের উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের একটি কমিটি জানিয়েছে, তারা নারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় চালু করার পরিকল্পনা নিয়ে কাজ করছে।
তোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন ব্রিফিংয়ের সময় কমিটি বলেছে, তারা পরিকল্পনা চূড়ান্ত হলে তা জনগণকে জানাবে।
উচ্চশিক্ষার ভারপ্রাপ্ত উপমন্ত্রী লুৎফুল্লাহ খায়েরখোয়া তোলো নিউজকে বলেছেন, তবে পরিকল্পনা চূড়ান্ত করার সময় এখনও স্পষ্ট নয়। এখন পর্যন্ত আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। উচ্চ শিক্ষা মন্ত্রণালয় ২০২২ সালের ডিসেম্বরে নারীদের শিক্ষার ওপর বিধিনিষেধ ঘোষণা করেছিল।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫