প্রকাশকালঃ
১৫ মার্চ ২০২৩ ০২:৪৩ অপরাহ্ণ ৫৭৭ বার পঠিত
৪৫তম বিসিএসের আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। এখন আবেদনকারীদের বসতে হবে প্রিলিমিনারি পরীক্ষায়। যেহেতু প্রিলিমিনারিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ বৃহস্পতিবার চতুর্থ পর্বে আন্তর্জাতিক বিষয়াবলির মডেল টেস্ট প্রকাশ করা হলো।
১. গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) বা ক্ষুধা সূচক ২০২২ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
ক. ৭৬তম
খ. ৮৪তম
গ. ৮৬তম
ঘ. ৮৯তম
২. ‘বিশ্ব খাদ্য দিবস’ পালন করা হয় কবে?
ক. ১৮ অক্টোবর
খ. ১৬ সেপ্টেম্বর
গ. ১৬ জুলাই
ঘ. ১৬ অক্টোবর
৩. বর্তমান বিশ্বের কতটি দেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সদস্য?
ক. ১৯০টি
খ. ১৮৯টি
গ. ১৯৫টি
ঘ. ১৯৩টি
৪. জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নির্বাচনে বাংলাদেশের প্রাপ্ত ভোটসংখ্যা কতটি?
ক. ১৫৬টি
খ. ১৭১টি
গ. ১৮০টি
ঘ. ১৬০টি
৫. শ্রীলঙ্কান লেখক শেহান করুনাতিলকা কোন উপন্যাসের জন্য বুকার পুরস্কার ২০২২ লাভ করেন?
ক. টোম্ব অব স্যান্ড
খ. দ্য সেভেন মুনস অব মালি আলমিদা
গ. দ্য প্রমিজ
ঘ. শুগি বেইন
৬. কার্চ প্রণালি কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে?
ক. কৃষ্ণসাগর ও আজভ সাগর
খ. কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগর
গ. বঙ্গোপসাগর ও আরব সাগর
ঘ. লোহিত সাগর ও আরব সাগর
৭. ২০২২ সালে সাহিত্যে নোবেলজয়ী অ্যানি এর্নোর প্রকাশিত প্রথম উপন্যাসের নাম কী?
ক. আ ম্যানস প্যালেস
খ. লে আরমোয়ার বিড
গ. লা প্ল্যাগ বিড
ঘ. ক্লিনড আউট
৮. ব্রেক্সিট-পরবর্তী সময়ে বাংলাদেশ কত সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্যসুবিধা পাবে?
ক. ২০২৩
খ. ২০২৪
গ. ২০২৬
ঘ. ২০২৭
৯. ২০২৩-২৫ মেয়াদে বাংলাদেশ জাতিসংঘের কোন সংস্থার সদস্যপদ লাভ করেন?
ক. UN Women
খ. UNIDO
গ. IFAD
ঘ. UNHRC
১৩. ২০২৩ সালের মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় কোন শহরকে?
ক. দোহা, কাতার
খ. সানা, ইয়েমেন
গ. ঢাকা, বাংলাদেশ
ঘ. নোয়াকচট, মৌরিতানিয়া
১৬. জাতিসংঘের UNDP, UNFPA ও UNOPS-এর এক্সিকিউটিভ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে?
ক. মুহাম্মদ আবদুল মুহিত
খ. রাবাব ফাতিমা
গ. মাসুদ বিন মোমেন
ঘ. ইসমাত জাহান
১৭. প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতি স্মরণে নির্মিত ‘Tom of the Unknown Soldiers’ নামে ঐতিহাসিক স্মৃতিস্তম্ভটি কোথায় অবস্থিত?
ক. জাপান
খ. চীন
গ. রাশিয়া
ঘ. যুক্তরাষ্ট্র
১৮. বর্তমানে কমনওয়েলথভুক্ত দেশ কতটি?
ক. ৫৪টি
খ. ৫৫টি
গ. ৫৬টি
ঘ. ৬১টি
১৯. আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ পালিত হয় কবে?
ক. ১০ অক্টোবর
খ. ১৩ নভেম্বর
গ. ১৩ সেপ্টেম্বর
ঘ. ১৩ অক্টোবর
২০. জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সভাপতি কে?
ক. আন্তোনিও গুতেরেস
খ. সাবা কোরেসি
গ. নানা আকুফো-আদ্দো
ঘ. উলফ ক্রিস্টারসন