|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩১ জুলাই ২০২৩ ০৩:৫৬ অপরাহ্ণ

সোহরাওয়ার্দী উদ্যানে চারটি ট্রাকের ওপর প্রস্তুত করা হচ্ছে বিএনপির মঞ্চ


সোহরাওয়ার্দী উদ্যানে চারটি ট্রাকের ওপর প্রস্তুত করা হচ্ছে বিএনপির মঞ্চ


রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চারটি ট্রাকের ওপর প্রস্তুত করা হচ্ছে বিএনপির জনসমাবেশের মঞ্চ। সোমবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ তৈরির কাজ করতে দেখা যায়। 

দেখা গেছে, জনসমাবেশস্থলে মাইক লাগানো এবং মঞ্চের সামনে নেতাকর্মীদের জন্য চেয়ার ও মাদুর বিছানোর কাজ অনেকটা শেষের পথে। এখন মঞ্চ তৈরির কাজ চলছে। 

জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোমধ্যে সমাবেশস্থলে নেতা-কর্মীরা জড়ো হওয়া শুরু করেছেন।

 

বিএনপি আয়োজিত জনসমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

 সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। জনসমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

ডিএমপি সদর দফতরের যুগ্ম-কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারবে। তবে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর বা গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা নেবে। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫