ইশরাক সমর্থকদের আন্দোলনে ফের অবরুদ্ধ নগর ভবন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোয় ফের নগর ভবন অবরোধ করেছেন তার সমর্থকরা।
শনিবার (২৪ মে) সকাল থেকেই ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাকপন্থী নেতাকর্মীরা নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। ভবনের প্রবেশপথে তালা ঝুলিয়ে দেন তারা, ফলে প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।
নিচতলার চত্বরে বিক্ষোভে অংশ নেন ডিএসসিসির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের আন্দোলনকারীরা। এতে করপোরেশনের সেবা নিতে আসা সাধারণ মানুষকে ফিরে যেতে হয়।
এর আগে গত বৃহস্পতিবার ইশরাক হোসেনের শপথ না পড়ানোর বিরুদ্ধে দায়ের করা রিট হাইকোর্টে খারিজ হয়ে গেলে তিনি আন্দোলন ২৪ থেকে ৪৮ ঘণ্টার জন্য স্থগিতের ঘোষণা দেন। সেই সময়সীমা শেষ হতেই সমর্থকেরা ফের অবস্থান নেন নগর ভবনে।
মোবাইল ফোনে আন্দোলনকারীদের উদ্দেশে ইশরাক বলেন, “আমরা সরকারকে সময়সীমা দিয়েছিলাম। শুক্রবার ছিল, তাই কিছু হয়নি। আজকে আরও একদিন সময় দিলাম। যার যার কাজ আছে, যেন শেষ করে ফেলেন। যাতে সরকারের গাফিলতির কারণে নাগরিকদের কষ্ট না হয়।”
তিনি আরও বলেন, “সরকার যখন আমার সঙ্গে বৈষম্য শুরু করল, তখনই সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা আমার পাশে দাঁড়িয়েছেন। আমরা যদি এক থাকি, কোনো অপশক্তি আমাদের দমাতে পারবে না। আশা করছি দ্রুত সমাধান আসবে।”
ডিএসসিসির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু বলেন, “আদালতের রায় সত্ত্বেও স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো শপথ আয়োজন করেনি। তাই আজ আমরা বাধ্য হয়ে অবস্থান নিয়েছি।”
‘ঢাকাবাসী’ আন্দোলনের সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান জানান, “জনতার মেয়র ইশরাক হোসেনের শপথ না হওয়ায় আমরা নগর ভবনে অবস্থান করছি। যতদিন শপথ আয়োজন না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে।”
তিনি আরও বলেন, “নগর ভবনে তালা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়নি, এটি ঢাকাবাসীর স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। আজ অনেক কর্মচারীও কর্মবিরতির মাধ্যমে আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।”
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান জানান, “গত কয়েক দিনের মতো আজও নগর ভবন তালাবদ্ধ। এতে প্রতিদিনের কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটছে।”
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে প্রায় পৌনে দুই লাখ ভোটে পরাজিত হন। তবে ক্ষমতার পরিবর্তনের পর গত ২৭ মার্চ নির্বাচন ট্রাইব্যুনাল পূর্বের ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। ২৭ এপ্রিল নির্বাচন কমিশনের গেজেটেও তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়।
তবে গত ১৪ মে ডিএসসিসির বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ এক রিট দায়ের করলে, তাতে ইশরাকের শপথ স্থগিতের আবেদন জানানো হয়। রিটটি খারিজ হয়ে গেলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো শপথ আয়োজন করেনি। এ অবস্থায় ইশরাক সমর্থকরা আন্দোলন জোরদার করেছেন এবং দ্রুত সময়ের মধ্যে শপথ অনুষ্ঠানের দাবি জানাচ্ছেন। অন্যথায়, আন্দোলন চলবে অনির্দিষ্টকাল।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫