পতেঙ্গা নাজির পাড়া এলাকাবাসীর উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল - প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:-
নগরীর পতেঙ্গা থানাধীন,৪১ নং দক্ষিণ পতেঙ্গা নাজির পাড়া এলাকার মুসল্লি পরিষদ -এলাকাবাসীর উদ্যোগে মাদক ব্যবসা ও জুয়ার আসর বন্ধ করার দাবিতে এক প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল ০৯ মে, শুক্রবার বাদে জুমা নাজির পাড়া মোড়ে অনুষ্ঠিত হয়েছে।
দায়েম নাজির পাড়া জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে , বড়বাড়ি মোড় হয়ে নাজির পাড়াস্থ প্রধান সড়ক মোড়ে এসে শেষ হয়।
এলাকাবাসীরা জানান, দীর্ঘ বছর একটি চক্র ক্ষমতার অপব্যবহার করে নিরীহ মানুষের ওপর নির্যাতন চালিয়ে ঘরে ঘরে মাদক সহ অবৈধ অনৈতিক ব্যবসার আস্তানা গেড়েছে।
এই ফ্যাসিস্ট ও কালো বাজারী ডেভিলদের স্বমূলে ধ্বংস করার জন্য সবাই কে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এই নাজির পাড়া কে যারা মাদক ও জুয়ার আসর বসিয়ে যুবসমাজকে বিপদে নিচ্ছে তাদের চূড়ান্ত ভাবে সর্তক করে বলেন ৭/৮ দিনের মধ্যে মাদক ব্যবসা ও চিহ্নিত জুয়ার আসর বন্ধ না করলে উচ্চ পর্যায়ের প্রশাসনের সহায়তায় মোড়ে মোড়ে প্রচার পত্র বিলি করে তথ্য ফাঁস করার হুঁশিয়ারি দেন আয়োজক প্রতিবাদ সমাবেশ থেকে।
এসময় মাদক ও জুয়ার আসর বন্ধ করতে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন দায়েম নাজির পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ সাহেব, এলাকাবাসীর মধ্যে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন যুব সংগঠক ওসমান গনি, ছাত্রসমাজের সংগঠক মোঃ মুন্না, মুরব্বি সমাজের পক্ষে এম, মহিউদ্দিন, মোঃ আজম উদ্দিন, মোঃ শাহানুর মোঃ হেলাল উদ্দিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদক ও জুয়ার আসর বন্ধ করতে পতেঙ্গা নাজির পাড়াবাসী বিক্ষোভ মিছিল মসজিদের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে মোড়ে গিয়ে শেষ হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫